ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পাওয়ার পদ্ধতিতে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে কার্ড ও গাড়ির স্টিকার পেতে আর সরাসরি আবেদন করা যাবে না; সব আবেদন করতে হবে অনলাইনে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগে প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আবেদন করতে হতো। অনুমোদনের পর সেখান থেকেই কার্ড ও স্টিকার সংগ্রহ করা হতো। এতে সময়ের অপচয় এবং অতিরিক্ত ব্যয় হতো।