বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া, কথা বলতে পারছেন না

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

শবনম ফারিয়া জানান, গত ৫ জানুয়ারি থেকে তার কণ্ঠস্বর পুরোপুরি বন্ধ হয়ে আছে। তিনি বলেন, “আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। সেই অবস্থায় কথা বলার জন্য নিজেকে জোর করায় পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিয়েছে।”

অসুস্থতার কারণে পেশাগত কাজেও স্থবিরতা নেমে এসেছে এই অভিনেত্রীর। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাধ্য হয়ে বেশ কয়েকটি শুটিং ও পূর্বনির্ধারিত কাজ বাতিল করতে হয়েছে তাকে। কণ্ঠস্বর ফিরে না আসা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়ানো তার পক্ষে সম্ভব হচ্ছে না।

বর্তমানে কারো সঙ্গে কথা বলতে পারছেন না উল্লেখ করে ফারিয়া তার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলেন, “আমার কাছে অনেক ফোন আসছে, কিন্তু কথা বলার শক্তি না থাকায় আমি কারো ফোন ধরতে পারছি না। কোনো জরুরি বিষয় থাকলে দয়া করে আমাকে টেক্সট করুন।”

ফারিয়ার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তার পোস্টের নিচে মন্তব্যের ঘরে দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগী ও শুভানুধ্যায়ীরা। সকলেই দোয়া করছেন যেন প্রিয় অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও নিয়মিত কাজে ফিরতে পারেন।


এ বিভাগের আরো সংবাদ