বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের শরিকদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক এবং নির্বাচনী প্রচারণার কৌশল নিয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে শরিক দলগুলোর এই বৈঠককে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সাক্ষাৎকালে জোটের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনি পরিবেশ নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন। এসময় বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ।