বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

‘কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করবে না বাংলাদেশ’

বাংলা স্ক্রিন ক্রীড়া ডেস্ক / ২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের ম্যাচের ভেন্যু কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে নেয়ার কথা ভাবলেও সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। এর বদলে দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজন করা হতে পারে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়।
ভারতের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেলেও এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। তবে তারা যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় তবে তা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
গণমাধ্যমকে তিনি বলেন, আইসিসির সিকিউরিটি টিম চিঠিতে বলেছে তিনটা বিষয় হলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে। এক. মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করলে, দুই.বাংলাদেশের জার্সি পরে দর্শকরা ঘোরাফেরা করলে আর তিন. জাতীয় নির্বাচন যতো এগিয়ে আসবে। এর চেয়ে উদ্ভট ও অবাস্তব কথা আর হতে পারেনা।


এ বিভাগের আরো সংবাদ